২০২৫ সালের জন্য ডাকঘর সঞ্চয় ব্যাংক (Post Office Savings Bank–POSB)-এর নতুন বিনিয়োগ নির্দেশিকা ও মুনাফার হার ঘোষণা করেছে সরকার। সাধারণ মানুষ থেকে শুরু করে বেতনভুক্ত কর্মজীবী সবাই এখন তুলনামূলকভাবে বেশি মুনাফায় নিরাপদ বিনিয়োগের সুযোগ পাচ্ছেন এই সরকারি সঞ্চয় স্কিমের আওতায়। ১ বছর মেয়াদে: বার্ষিক মুনাফা ১০.২০%(ছয় মাস অন্তর উত্তোলনে ৯.০০%) ২ বছর মেয়াদে: বার্ষিক মুনাফা ১০.৭০%(ছয় মাস অন্তর উত্তোলনে ৯.৫০%) ৩ বছর মেয়াদে: বার্ষিক মুনাফা ১১.২৮%(ছয় মাস অন্তর উত্তোলনে ১০.০০%) কর ও মুনাফা হিসাব:যদি কেউ ১,০০,০০০ টাকা তিন বছরের জন্য বিনিয়োগ করেন, মেয়াদ শেষে মোট মুনাফা হবে ৩৩,৮৪০ টাকা। এর মধ্যে ১০% উৎসে কর (৩,৩৮৪ টাকা) কেটে নেওয়া হলে হাতে পাবেন ৩০,৪৫৬ টাকা নিট মুনাফা। ফরম সংগ্রহ ও আবেদন প্রক্রিয়া:হিসাব খোলার ফরম নিকটস্থ ডাকঘর থেকে পাওয়া যাবে অথবা অনলাইনে ডাউনলোড...