০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পিএম চীনের উত্তর-পূর্ব ইউননান প্রদেশের লুও পিং জেলায় প্রায় ৫৬ হাজার ৬৬৬ হেক্টরেরও বেশি রেপসিড ফুলের সোনালী ‘সমুদ্রে’ পরিণত হয়েছে। ৬ লাখ ৬৭ হাজার জনসংখ্যার এই ছোট দক্ষিণ-পশ্চিম শহরটিকে কেবল ‘চীনের শীর্ষ দশ রেপসিড ফুলের সমুদ্র’ হিসাবে নামকরণ করা হয়নি, বরং ‘পূর্ব ইউননানের তেল ভাণ্ডার’, ‘ইউনানের শীর্ষস্থানীয় রেপসিড উত্পাদনকারী জেলা’ এবং ‘একটি জাতীয় বসন্তকালীন মৌমাছি প্রজনন ঘাঁটি’ হিসেবে পরিচিত হওয়ার খ্যাতি অর্জন করেছে। ২০২৫ সালে রেপসিড ফুলের মৌসুমে, লুও পিং জেলায় ১৩ কোটি ৫০ লাখ পর্যটক এসেছিলেন এবং প্রথম প্রান্তিকে পর্যটন আয় ২০০ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে। ২০২৪ সালে, পর্যটন, রেপসিড প্রক্রিয়াজাতকরণ, মৌমাছি পণ্য ইত্যাদিসহ স্থানীয় ‘রেপসিড অর্থনীতি’ প্রায় ১ হাজার কোটি ইউয়ান মূল্য অর্জন করেছে। কীভাবে একটি ছোট...