সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতির হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে দেখা গেছে, এ সময় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে। বিশ্লেষকরা বলছেন, বাজারের সরবরাহ ব্যবস্থা ও তদারকি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে, পণ্যমূল্যের ঊর্ধ্বগতি আরও দীর্ঘস্থায়ী হবে। এতে আগামীতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামে সম্প্রতি স্বস্তির ইঙ্গিত মিললেও, দেশের বাজারে তার প্রভাব পড়েনি। উল্টো চাল, ডাল, তেল থেকে শুরু করে মাছ-মাংস ও সবজির মতো নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। বিবিএস বলছে, আগের তুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খরচও বেড়েছে। বিবিএসের তথ্য মতে, গত সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৬ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। এছাড়া খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই দেখা গেছে ঊর্ধ্বগতি। খাদ্যপণ্যে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৬৪ শতাংশ, আর খাদ্যবহির্ভূত খাতে ৮ দশমিক...