অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশ সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয় পুলিশ সংস্কার কমিশন তার মধ্যে অন্যতম। এই কমিশনের দেওয়া সুপারিশগুলো জনবান্ধব পুলিশিং, জবাবদিহিতা ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে নেওয়া হলেও সেগুলোর বাস্তবায়ন চলছে কচ্ছপগতিতে। পুলিশে আধুনিক প্রযুক্তির সংযোজন, নতুন আইন প্রণয়ন এবং কাঠামোগত পরিবর্তনে বহু গুরুত্বপূর্ণ বিষয় এখনও ঝুলে আছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এসব সুপারিশের অগ্রগতি ও সীমাবদ্ধতাগুলো পর্যালোচনা করা হয়। সভার দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। মানবাধিকার লঙ্ঘনে পৃথক হেল্পলাইন নয়, ৯৯৯ শক্তিশালীকরণ পুলিশের মাধ্যমে সংবিধান, আইন বা উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে মানবাধিকার লঙ্ঘিত হলে তাৎক্ষণিক প্রতিকারের জন্য কমিশন নতুন হেল্পলাইন বা ৯৯৯-এ বিশেষ সেবার সুপারিশ করেছিল। তবে, পুলিশ অধিদপ্তর আলাদা হেল্পলাইন চালুর পরিবর্তে বর্তমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ শক্তিশালীকরণের...