পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. মমতাজ মহল (৫৮) মারা গেছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ভেরিপারার মোড়ের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, লিভার ক্যান্সারের পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। আজ (মঙ্গলবার) রাতে ৮ টায় রাজশাহীতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মেধাবী এ আনসার ও ভিডিপি কর্মকর্তা দীর্ঘ চাকরি জীবনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো....