বর্তমানে দেশে দুটি আঞ্চলিক এবং একটি বিশ্বমোড়ল শক্তি—মোট তিনটি শক্তির প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেন, এই শক্তিগুলোর স্বার্থ আলাদা হলেও চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের স্বার্থ। এ বিষয়ে দেশের জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। মঙ্গলবার (৭ অক্টোবর) এক বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, ব্রিটিশ আমল থেকেই বিদেশি শক্তিগুলো এই অঞ্চলে নিজেদের স্বার্থরক্ষায় একটি মধ্যস্বত্বভোগী শ্রেণি তৈরি করেছে। আজও সেই ধারা চলছে, যা শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তিনি আরও বলেন, বিদেশি আধিপত্যবাদ রাজনৈতিক ভাবে বাংলাদেশে প্রভাব বিস্তার করছে এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেই বিদেশি শক্তির কুশীলব হিসেবে কাজ করছে। তিনি শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, আবরার এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে। আমাদের...