খুলনায় মুস্তাসিম বিল্লাহকে (২৫) অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবির মামলায় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) গভীর রাতে নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকা থেকে খুলনা সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। কেএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসেন আহমদ গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।আরো পড়ুন:চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যাবরগুনায় গৃহবধূকে হত্যা: স্বামী-সতীনসহ ৩ জনের মৃত্যুদণ্ড বরগুনায় গৃহবধূকে হত্যা: স্বামী-সতীনসহ ৩ জনের মৃত্যুদণ্ড গ্রেপ্তাররা হলেন, নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার শেখ ওমর আলীর ছেলে ফেরদাউস (৩০), বি কে রায় রোড এলাকার হাবিবুর রহমান আকনের ছেলে রমজান আকন (২৮) এবং কৃষ্ণনগর এলাকার আমিরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪)। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অপহরণের মামলা দায়েরের পর সোমবার (৬ অক্টোবর) গভীর রাতে নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী...