খবর টি পড়েছেন :২৪৪ঝরে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে জেলার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি বা (ডপস্’) এর আয়োজনে ‘ক্যাডেট ম্যাচ’ শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।৬ অক্টোবর সোমবার রাতে শহরের গৌরীপুরস্থ ‘ডপস্’ ক্যাডেট ম্যাচে অনুষ্ঠিত ওই সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন জেলার বিশিষ্ট সমাজসেবক ও ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।ডপস্ প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শাহিন মিয়া বিএসপি’র সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় অন্যান্যের মধ্যে শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, কবি হাসান শরাফত, ডা. সুজন মিয়া, শিক্ষক আনিসুর রহমান, শিক্ষক হারুন অর রশিদ, শিক্ষক রবিউল ইসলাম, শাহীন স্কুল (সজবরখিলা শাখা)-এর পরিচালক মাজহারুল ইসলাম হিমেল, ডপস সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব:) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ডপস্ সদস্য...