ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হরিদাশ বিশ্বাসের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য বাউতিপাড়া গ্রামের সুধির বিশ্বাসের ছেলে।আরো পড়ুন:মতলবে মাদক বিক্রয় ও সেবন করায় ৩ জনকে জেল-জরিমানাতামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের দাবি বিএইচআরএফএর তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের দাবি বিএইচআরএফএর মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং দ্রুতই ভাইরাল হয়ে যায়। ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্য হরিদাশ বিশ্বাস একটি কক্ষে একজন পুরুষ ও একজন নারীর সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা দাবি করেন, মেম্বার হরিদাশ বিশ্বাস দীর্ঘদিন ধরেই ইয়াবা সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তারা দ্রুত তাকে আইনের আওতায় এনে কঠোর বিচার...