মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না হলিউড। মনে করা হচ্ছে শুল্ক সংক্রান্ত যে হুমকি তিনি দিয়েছেন তা কেবলই ফাঁকা আওয়াজ! গত সোমবার ট্রাম্প হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। গাজার যুদ্ধে শান্তি আনার জন্য তার পরিকল্পনা মানাতে চেষ্টার অংশ হিসেবে। একই দিনে তিনি কংগ্রেসের শীর্ষ চার নেতার সঙ্গেও বৈঠক করেন, সরকারের বাজেট অনুমোদন ও ৩০ সেপ্টেম্বরের আগে শাটডাউন রোধ করার জন্য। তবে সকালে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিদেশে নির্মিত চলচ্চিত্রের ওপর শুল্ক আরোপ করার হুমকি দেন। প্রেসিডেন্ট লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্র নির্মাণ ব্যবসা চুরি করে নিচ্ছে অন্যান্য দেশ। এখানে তারা সিনেমা করছে। কিন্তু শুল্ক পরিশোধ করছে না ঠিকমতো। এই চুরিটা একদম শিশুর কাছ থেকে মিষ্টি চুরি করার মতো।’ তিনি আরও উল্লেখ করেন, বিদেশে...