০৭ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পিএম গতকাল (সোমবার) জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং, ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটির ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নির্মূলের ব্যবস্থা’ শীর্ষক আলোচ্য বিষয়ের ওপর বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি বলেন, বর্তমানে সন্ত্রাসী কার্যকলাপ ছড়িয়ে পড়ছে ও বৃদ্ধি পাচ্ছে, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের হুমকি পুনরুত্থিত হচ্ছে, এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ-বিরোধী পরিস্থিতি আরও তীব্র ও জটিল হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে চীন সন্ত্রাসবাদ নির্মূলে তিন-দফা প্রস্তাব পেশ করছে। তিনি বলেন, প্রথমত, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ-বিরোধী প্রচেষ্টাগুলোকে একীভূত করতে হবে; দ্বিতীয়ত, আন্তর্জাতিক আইনের শাসন সমুন্নত রেখে সন্ত্রাসবাদ-বিরোধী আইনি কাঠামো উন্নত করতে হবে; তৃতীয়ত, একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি কাজে লাগিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানে সুষ্ঠুভাবে বহুমুখী ব্যবস্থা নিতে হবে। কেং শুয়াং জোর দিয়ে বলেন, চীন সন্ত্রাসবাদের শিকার। পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (ETIM) হল...