ঢাকা:রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী পদ পূরণের সময় আর না বাড়ানোর কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (০৭ অক্টোবর) নির্বাচন ভবনে নারী নেত্রীদের সঙ্গে আয়োজিত সংলাপে এমন ভাবনার কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, প্রতিবন্ধীদের ঘরে বসে ভোট দেওয়ার প্রস্তাবটি খুবই যুক্তিসঙ্গত। এছাড়া রাজনৈতিক দলগুলো ২০৩০ সালের পর ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারলে, তাদের আর সময়সীমা বাড়ানো হবে না- এমনটা আমরা করতে পারি। নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারলে দলের পুনরায় নিবন্ধনের বিষয়টি নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনায় পাস করালে রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে আরও সচেতন হবে। এ নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী ভোটের সংখ্যা খুব বেশি না হলেও প্রক্রিয়াটি শুরু হবে। সেটিই জরুরি। গুজবের ক্ষেত্রে অর্ধেকের মতো সোর্স ট্রেস করা যায়...