টেলিভিশন স্টেশন দুটির নাম ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’। সংশ্লিষ্টদের মতে, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শুরুতে বা মাঝামাঝি সময়ে এই দুটি চ্যানেল সম্প্রচারে যাবে। নেক্সট টিভি অনুমোদন পেয়েছে গত ২৪ জুন। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে নিবন্ধিত, যার অফিস পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেনে অবস্থিত। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরিফুর রহমান তুহিন—তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক। একসময় তিনি ইংরেজি দৈনিক বিজনেস পোস্ট, বাংলা দৈনিক দেশ রূপান্তর ও নয়াদিগন্তে সাংবাদিক হিসেবে কাজ করেছেন। জাতীয় নাগরিক কমিটির সাবেক এই সদস্য বর্তমানে এনসিপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, লাইভ টিভি অনুমোদন পেয়েছে গত ১৪ জুলাই। এটি ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’-এর নামে নিবন্ধিত, যার ঠিকানা গুলশান-১ এর ১৪৩ নম্বর সড়কে। এই প্রতিষ্ঠানের এমডি আরিফুর রহমান অরণ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা...