বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী জাতীয় দলের অনুশীলন শেষে জানালেন, হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে জয়ের ব্যাপারে তিনি ভীষণ আশাবাদী।দেশে ফিরেই প্রথম দিন অনুশীলনে ঘাম ঝরালেও সংবাদমাধ্যমের সামনে আসেননি ২৮ বছর বয়সী এই তারকা। তবে মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উন্মোচন করলেন নিজের অনুভূতি ও লক্ষ্য।ক্লাব ব্যস্ততা শেষ করে হংকং ম্যাচ খেলতে ঢাকায় হামজাহামজার ভাষায়—“আমাদের সামনে ভালো সুযোগ আছে। কোচের সঙ্গে কাজ করছি, টিমে ট্যালেন্ট আছে, এগ্রেসিভনেস আছে। শেষ ধাপটা হলো আত্মবিশ্বাস। ইনশা আল্লাহ, আমরা জয়ী দল হবো।”বাংলাদেশ এখন পর্যন্ত দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে—ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র, অন্যটিতে হার। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই লাল-সবুজের সামনে।দ্বিতীয়বারের মতো জাতীয় দলের হয়ে এশিয়ান কাপ বাছাই খেলতে নামা হামজা...