জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, উপদেষ্টাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, বাংলাদেশের মানুষ তাদের ধরবে।মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদরে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন, ‘কিছু উপদেষ্টাকে দেখা যাচ্ছে, তারা দায়সারা দায়িত্ব পালন করছেন এবং যেনতেনভাবে নির্বাচন সম্পন্ন করে নিরাপদে এক্সিট নিতে চাইছেন। তাতে দেশ থাকুক বা না থাকুক, সে বিষয়ে তাদের কোনো দায়বোধ নেই। অথচ এভাবে দায়সারা দায়িত্ব নিয়ে অভ্যুত্থান-পরবর্তী কোনো সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আছে। যদি তারা এমন আচরণ করে, তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। যারা এ ধরনের চিন্তা করছেন, তাদের জন্য মৃত্যু...