মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বিএনপি-সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত ‘শিক্ষক মহাসমাবেশে’ এ আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, “আসন্ন নির্বাচনে আপনাদের বড় ভূমিকা রয়েছে। কেউ যেন নির্বাচনের গতিপথ ভিন্ন খাতে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।” বিএনপি মহাসচিব বলেন, “আমাদের লক্ষ্য একটাই—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়া। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।” শিক্ষকদের দাবিগুলো বিএনপির ৩১ দফার কর্মসূচিতে অন্তর্ভুক্ত আছে উল্লেখ করে তিনি আরও বলেন, “আপনারা ছাত্রছাত্রীদের এমনভাবে মানুষ হিসেবে গড়ে তুলুন, যাতে তারা নৈতিক ও আদর্শ নাগরিক হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।” সমাবেশে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং চাকরি জাতীয়করণসহ...