বোর্ডে পুঁজি বেশি নেই, মাত্র ১৭৮ রান। তবে এই পুঁজি নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ডকে চেপে ধরেছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯তম ওভারে ৬৯ রানে ৪ উইকেট হারিয়েছে ইংলিশরা। বরাবরের মতো ইনিংসের প্রথম ওভারেই আঘাত হেনেছেন পেস সেনসেশন মারুফা আক্তার। তার দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন এমি জোনস (১)। ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটটিও নেন মারুফা। আরেকটি এলবিডব্লিউ। এবার তার শিকার আরেক ওপেনার টেমি বিউমন্ট (১৩)। ২৯ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন হিদার নাইট আর অধিনায়ক নেট স্কাইভার-ব্রান্ট। ১৯তম ওভারে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ৪১ বলে ৩২ করা নেটকে বদলি ফিল্ডার ফারজানা হকের ক্যাচ বানান লেগস্পিনার। ওই ওভারেই নতুন ব্যাটার সোফিয়া ডাঙ্কলেকে (০) এলবিডব্লিউ করেন ফাহিমা। ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে ফের...