চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।মঙ্গলবার (০৭ অক্টোবর) উত্তরা ৬ নম্বর সেক্টর সংলগ্ন জয়নাল মার্কেট এলাকায় এক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। উঠান বৈঠকে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিক ও দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন আহমেদ বলেন, আপনারা এক টাকাও কাউকে চাঁদা দেবেন না। যদি কেউ চাঁদা নিতে আসে, আমাদের জানাবেন- আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। কেউ চাঁদা চাইতে আসলে তাকেই ধরে রাখবেন। এ সময় অপরাধ ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সবাইকে আহ্বান জানান এই বিএনপি নেতা।নিরাপদ ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে কফিল উদ্দিন বলেন, এলাকাবাসী নিশ্চিন্তে ব্যবসা করবেন, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এটাই বিএনপির...