মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় জড়িত সকল পক্ষকে ‘দ্রুত পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ মিশরে গতকাল সোমবার হামাস ও ইসরাইলের মধ্যে পরোক্ষ শান্তি রয়টার্স :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় জড়িত সকল পক্ষকে ‘দ্রুত পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ মিশরে গতকাল সোমবার হামাস ও ইসরাইলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। এই আলোচনা শুরু হচ্ছে হামাস যুক্তরাষ্ট্রের ২০ দফা শান্তি পরিকল্পনার কিছু অংশে সম্মতি জানানোর পর। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহান্তে হামাসসহ সারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। অবশেষে মধ্যপ্রাচ্যে বহুদিনের প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রাম্প আরও লিখেছেন, ‘এসব আলোচনা...