দেশের বিভিন্ন স্থানে পুলিশের পেশাগত কাজে বাধা দেওয়া, হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। একইসঙ্গে সংগঠনটি এসব আইনশৃঙ্খলাবিরোধী, পরিকল্পিত বেআইনি কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিআইজি ড. মো. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সই করা বিবৃতিতে বলা হয়— দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের ভূমিকা সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনও জাতীয় অনুষ্ঠান আয়োজন, র্যালি, সাংস্কৃতিক বা সামাজিক উৎসব, অনুষ্ঠান উদযাপনে পুলিশ সদস্যরা দিন-রাত জনমানুষের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা বজায় রাখেন। সাম্প্রতিক সময়ে শারদীয় দুর্গাপূজায় পুলিশের ভূমিকা সর্বত্র সমাদৃত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে নব উদ্যমে পুলিশ অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে...