টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় তিস্তাপাড়ের লালমনিরহাটে পানি কমতে শুরু করলেও কমেনি মানুষের দুর্ভোগ। মাত্র ২৪ ঘণ্টা পর পানি নেমে গেলে দৃশ্যমান হয়েছে বন্যার ক্ষতচিহ্ন। জানা যায়, কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। গত রোববার (৫ অক্টোবর) রাতে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে জেলায় দেখা দেয় আকস্মিক বন্যা। সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ রক্ষায় সেদিন রাতে ফ্লাড বাইপাস কেটে দেয় কর্তৃপক্ষ। জারি করা হয় রেড অ্যালার্ট, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ভাটির বাসিন্দাদের। পানিবন্দি হয়ে পড়ে লাখো মানুষ। বন্যার পানির স্রোতে ধসে গেছে কাঁচা-পাকা সড়ক ও ব্রিজ-কালভার্ট। বিচ্ছিন্ন হয়ে পড়ে তিস্তাপাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা। ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেওয়া বন্যার্তরা পড়েছেন চরম কষ্টে।...