দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের ভূমিকা সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় অনুষ্ঠান আয়োজন থেকে শুরু করে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের নিরাপত্তায় পুলিশের সদস্যরা দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সাম্প্রতিক শারদীয় দুর্গাপূজায় তাদের দায়িত্বশীল ভূমিকা সর্বত্র প্রশংসিত হয়েছে।জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন উদ্যমে পুলিশ বাহিনী পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের অগ্রযাত্রায় অবদান রেখে চলেছে। তবে এই আন্তরিক প্রচেষ্টার মধ্যেই সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় কর্তব্যরত পুলিশের ওপর একাধিক হামলার ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।সংগঠনটি জানায়, ৪ অক্টোবর নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালানো হয়। একই দিনে বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেফতারের সময় অতর্কিত হামলায় হাতকড়াসহ আসামি ছিনতাই হয় এবং তিনজন পুলিশ সদস্য আহত হন।...