মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহের একটি চৌকস দল মাগুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকালে মাগুরা সদর উপজেলার ঢাকা-মাগুরা মহাসড়কের বিএডিসি অফিসের সামনে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মাগুরা সদর উপজেলার রুপাটি গ্রামের মো. নাসির (৩৫), একই উপজেলার জগদাল ঠাকুরভিটা গ্রামের মো. ইমাম উদ্দিন (৩২)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে দুই ব্যক্তি গাঁজা নিয়ে ঢাকামুখী যাচ্ছিল। পরে ওই স্থানে চেকপোস্ট বসিয়ে অটোরিকশাটি থামানো হয়। তল্লাশিতে ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে মাগুরা...