নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দলীয় প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ না করে এনসিপিকে ৫০টি প্রতীকের তালিকা দিয়ে সেখান থেকে একটি বেছে নিতে বলা হয়। কিন্তু এনসিপি শাপলা প্রতীকই চায়। সেজন্য ইসির কাছে ফের ‘শাপলা’ চেয়ে চিঠি দিয়েছে দলটি। গত ৩০ সেপ্টেম্বর ইসির দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এনসিপি তাদের দলীয় অবস্থান লিখিতভাবে সিনিয়র সচিব বরাবর অবহিত করেছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের স্বাক্ষরিত চিঠি ইমেইলে ইসির সিনিয়র সচিবকে পাঠিয়েছে দলটি। চিঠিতে এনসিপি বলেছে, গণমানুষের সঙ্গে শাপলা প্রতীক কেন্দ্রিক গভীর সংযোগ স্থাপিত হয়েছে এবং এটি ব্যতীত ইসির দেওয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা তাদের পক্ষে সম্ভব নয়। এনসিপি চিঠিতে একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে প্রতীক নিয়ে...