চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটি আরও জানায়, রাজনৈতিক অস্থিতিশীলতাসহ দেশের অর্থনীতিতে ছয়টি ঝুঁকি রয়েছে। তবে, নির্বাচন হলে বিনিয়োগে অনিশ্চয়তা কেটে যাবে বলেও মনে করে বিশ্বব্যাংক। সাময়িক হিসাবে গত অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয় ৩ দশমিক ৯৭ শতাংশ। আর চূড়ান্ত হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে তা ছিল ৪ দশমিক ২২ শতাংশ। বিশ্বব্যাংক বলছে, জিডিপি প্রবৃদ্ধির এই ধারা আগামী অর্থবছরেও অব্যাহত থাকতে পারে বাংলাদেশে। সংস্কার ও বিনিয়োগ কার্যক্রম জোরদার হলে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে। তখন মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে নেমে আসবে এবং দারিদ্র্যের হার ১৯ দশমিক ১ শতাংশে নামবে। বিশ্বব্যাংক জানায়, রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসায়িক খরচ বেশি...