জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনাপোল কাস্টমস হাউসের সাবেক কমিশনার, ঢাকার শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের সাবেক মহাপরিচালক ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। মামলাটির অনুসন্ধানের দায়িত্ব পালন করেন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান ও উপসহকারী পরিচালক সুবিমল চাকমা । অনুসন্ধান টিমের প্রতিবেদনে বলা হয়, বেলাল হোসাইন চৌধুরী তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে আট কোটি ৮৩ লাখ ১১ হাজার ১৬৬ টাকার সম্পদ প্রদর্শন করলেও অনুসন্ধানে তার নামে ১৩ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৮৭৯ টাকার সম্পদ পাওয়া যায়। তিনি ৪ কোটি ৬০ লাখ ১৯...