দুর্গাপূজার ছুটি শেষে শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণায় নতুন উদ্যমে মাঠে নেমেছেন প্রার্থীরা। জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। তবে এরই মধ্যে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ এনেছে ছাত্রদল ও ছাত্রশিবির। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এবং বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ জমা দেয়। ছাত্রশিবিরের অভিযোগের মধ্যে রয়েছে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ক্লাসরুমে প্রবেশ করে প্রচারণা চালাচ্ছেন, আরবি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা প্রদান, নির্ধারিত সময়সীমার বাইরে প্রচার-প্রচারণা চালানো এবং রাকসুর ভোটার নন এমন ব্যক্তিরাও তাদের প্রচারণায় অংশ নিচ্ছেন। অন্যদিকে ছাত্রদল অভিযোগ করেছে, ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এবং প্রার্থীদের পৃষ্ঠপোষকতায় তাদের...