পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক সিনেটর মুশতাক আহমদ খান জর্ডানের রাজধানী আম্মানে পাকিস্তান দূতাবাসে নিরাপদে পৌঁছেছেন, ইসরাইলি সেনাবাহিনীর বন্দিদশা থেকে মুক্তি পেলেন তিনি । মঙ্গলবার আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, মুশতাক আহমদ খান আম্মানে পাকিস্তান দূতাবাসে নিরাপদে পৌঁছেছেন। সেই সঙ্গে তিনি ভালো আছেন।মুশতাক আহমদ ৪৫টি জাহাজের গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন। দলে বিভিন্ন দেশের কর্মী ও রাজনীতিবিদদের পাশাপাশি জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন। তবে ফ্লোটিলা গাজার কাছাকাছি পৌঁছলে ইসরাইলি বাহিনী সেটি আটক করে এবং কর্মীদের গ্রেপ্তার করে পরে বহিষ্কার করে দেয়।মুশতাক নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় জানান, ‘ইসরাইলি অবরোধের বিরুদ্ধে আমাদের লড়াই শেষ হয়নি। আমি আমার ১৫০ জন সহযাত্রীসহ জর্ডানে পৌঁছেছি এবং অবশেষে...