০৭ অক্টোবর ২০২৫, ০৮:৫০ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৫০ পিএম এবার বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে কন্নড় সুপারস্টার রিশভ শেঠি পরিচালিত এবং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'কান্তারা চ্যাপ্টার ১'। ছবিটি মুক্তির পর থেকেই সিনেমা হলগুলোতে এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে, উদ্বোধনী সপ্তাহান্তেই দেশীয় বক্স অফিসে ২২৩.২৫ কোটি রুপির বিশাল মাইলফলক পেরিয়ে গিয়েছে এই সিনেমা। কিন্তু এই সাফল্যের আবহের মধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে এক ভক্তের কাণ্ড। তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি সিনেমা হলে 'কান্তারা চ্যাপ্টার ১'-এর প্রদর্শনীর সময় ঘটল এই অপ্রীতিকর ঘটনা। এক অনুরাগী হঠাৎ করেই সিনেমার লোকনৃত্য 'ভূতা কোলা'-তে প্রদর্শিত ঐশ্বরিক চরিত্র 'দাইভা'-র বেশ ধারণ করে সিনেমা হলের ভেতরে প্রবেশ করেন।শুধু প্রবেশ করাই নয়, নিরাপত্তারক্ষীদের বারবার অনুরোধ সত্ত্বেও ওই ব্যক্তি নাটকের মতো করে হাত-পা নেড়ে হলে নাচানাচি...