হংকং ম্যাচকে সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। অনুশীলন শুরুর আগে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে আসেন হামজা। মেসি ছাড়া আর্জেন্টিনা এবং মেসিসহ আর্জেন্টিনার মতো হামজাসহ বাংলাদেশ, হামজা ছাড়া বাংলাদেশ কেমন- এমন প্রশ্ন ছুটে যায় তার দিকে। ২৮ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার উত্তরও দিলেন বরাবরের মতোই বিনয়ী কণ্ঠে। 'অবশ্যই না (আমি এই দলে মেসি নই)। দিন শেষে ফুটবল দলীয় খেলা। আমি মনে করি, যদি মেসিও বাংলাদেশ দলে খেলতেন, তারপরও সঠিক ট্যাকটিকস খুঁজে পাওয়া ও টিম স্পিরিট তৈরি করতে আমাদের বেগ পোহাতে হত।' 'ফুটবল কখনই স্রেফ একজন খেলোয়াড়ের বিষয় নয়। বিশেষ করে, আমার ক্ষেত্রে তো নয়ই। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইনশাল্লাহ, এক জাতি হিসেবে আমরা সফলকাম হব।'...