ড্রেসিংরুমের দরজার সামনে জটলা। সমর্থক, জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকাদের ভিড়। কারণটা আর কিছু নয়, বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর সাথে সেলফি তোলা। একে একে সবার দাবি মেটালেন তিনি। এরপর এলেন গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে। সেখানেও প্রশ্নের ভীড় সামাল দিতে গলদঘর্ম বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবের। হামজা অবশ্য সবকিছু সামাল দিলেন দারুণভাবে। হাসিমুখে, সিলেটি-ইংরেজি ভাষার মিশেলে জানিয়ে গেলেন হংকং চায়না ম্যাচ নিয়ে ব্যক্তিগত ও দলীয় লক্ষ্য। জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের বৈতরণী পার হতে ম্যাচটি হামজাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে ‘সি’ গ্রুপের টেবিলে সিঙ্গাপুর ও হংকং চায়নার পয়েন্ট ৪ করে। তিন ম্যাচে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে। বাছাই পেরুনোর নিভু নিভু স্বপ্নে নতুন প্রাণের সঞ্চার করতে ঘরের...