যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্য ও শিকাগো শহর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ন্যাশনাল গার্ড মোতায়েন ঠেকাতে। শত শত ন্যাশনাল গার্ড সদস্য টেক্সাস থেকে শিকাগোর দিকে রওয়ানা দেওয়ার পর এই মামলা হল। সোমবার দায়ের হওয়া এই মামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সামরিক বাহিনী ব্যবহারের প্রশ্নে ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন রাজ্যগুলোর সংঘাত আরও ঘনীভূত হয়েছে। ৩০০ ইলিনয় ন্যাশনাল গার্ড সদস্যকে ফেডারেল নিয়ন্ত্রণে আনার পাশপাশি টেক্সাস থেকে আরও ৪০০ সেনা শিকাগোতে মোতায়েনের পেন্টাগন প্রধান পিটার হেগসেথের নির্দেশের জবাবে ইলিনয় রাজ্য এই মামলা করেছে। এ অবস্থায় রাজ্য সরকার আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলে, মার্কিন সরকারি আইনজীবীরা সোমবার আদালতের শুনানিতে বলেন, টেক্সাস থেকে গার্ড সদস্যরা ইতোমধ্যে রওনা হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তীতে আরেকটি নির্দেশ জারি করে অতিরিক্ত ৩০০ ইলিনয় গার্ড সদস্যকে ডেকে পাঠান। এতে হেগসেথের আগের নির্দেশটিই...