আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু তদন্তে নতুন মোড়। তদন্তে নিয়োজিত বিশেষ তদন্ত দল (এসআইটি) নতুন এক চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে। জানা গেছে, গায়কের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১ কোটি রুপি আর্থিক লেনদেন হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ বিষয়ে আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) তদন্তের আহ্বান জানিয়েছেন। “আমি আশা করি কেন্দ্রীয় সংস্থাগুলো বিষয়টিতে নজর দেবে,” টাইমস অব ইন্ডিয়াকে বলেন মুখ্যমন্ত্রী শর্মা। তিনি আরও জানান, “আমাদের এখন সবচেয়ে বড় উদ্বেগ- সিঙ্গাপুরে যারা ছিলেন, তারা দেশে ফিরে এসে তদন্তে সহযোগিতা করবেন কি না। তারা না এলে আমরা তদন্ত সম্পূর্ণ করতে পারব না। ইয়টে ভ্রমণের সময় তারাই ছিলেন জুবিনের সঙ্গে।” জুবিন গার্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রস্নানের সময় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তিনি সেখানে উত্তর-পূর্ব ভারত উৎসবের চতুর্থ সংস্করণে পারফর্ম...