বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব। সম্প্রতি সাক্ষাৎকারটি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, # যে দল মানুষ হত্যা করে, গুম করে, জনগণ তাদেরকে সমর্থন করতে পারে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব। সম্প্রতি সাক্ষাৎকারটি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, কিছু সংগত কারণে হয়তো আমার দেশে ফেরাটা হয়ে উঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশআল্লাহ দ্রুতই ফিরে আসবো। তিনি বলেন, রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক, নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই...