চট্টগ্রামের মদুনাঘাট ব্রিজের কাছে প্রাইভেট কারে থাকা এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আবদুল হাকিম (৪৬) হামিম অ্যাগ্রো নামে একটি কোম্পানির মালিক। রাউজান উপজেলার পাঁচখাইন এলাকায় তার বাসা। স্থানীয়রা বলছেন, হাকিম এলাকায় বিএনপি সমর্থক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী তিনি। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাউজান থেকে চট্টগ্রাম শহরে ফেরার পথে হাটহাজারী উপজেলার মদুনাঘাট ব্রিজের গোড়ায় আক্রান্ত হয় তার গাড়ি। জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে বহনকারী প্রাইভেট কার আটকে মোটরসাইকেলে করে আসা কিছু দৃর্বৃত্ত বাইরে থেকে গুলি করে পালিয়ে যায়।” গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান হাকিম। গুলিতে তার গাড়ির চালক মোহাম্মদ ইসমাইলও আহত হন। তাকে হাসপাতালে...