০৭ অক্টোবর ২০২৫, ০৮:১১ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম জুলাই-আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের পর পলাতক পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চেয়ে শতাধিক ব্যক্তির বিষয়ে আবেদন করা হয়েছে। কিন্তু পলাতক এসব পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের গ্রেফতারে কোন উদ্যোগ নেই বাংলাদেশ পুলিশের। আবেদন করেই সব দায়িত্ব যেন শেষ পুলিশ কর্মকর্তাদের। শেখ হাসিনার ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে গুম, খুন, নির্যাতন, বিরোধী দল দমন-পীড়নসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত এসব পুলিশ কর্মকর্তারা। ভারতে অবস্থানরত পলাতক পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হলেও কোন প্রতিক্রিয়া নেই ভারতের। ওই দেশের পলাতক পুলিশ কর্মকর্তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে আইসিটির মামলাও রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত ৮৫ জন পুলিশ...