০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পিএম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সেপ্টেম্বর মাসে মোট ২৫৭টি মামলা সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে নিষ্পত্তি করেছে। অপরাধ দমন ও ট্র্যাফিক শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিক বিচার কার্যক্রমের অংশ হিসেবে এই মামলাগুলো নিষ্পত্তি করা হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেপ্টেম্বর মাসে আদালতে মোট ৩, ৯৩১টি মামলা রুজু হয় এবং ৩,৮৮১ জন আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৩,১৪৫ জনের বিরুদ্ধে পরোয়ানা বা সমন জারি করা হয়েছে। পাশাপাশি আদালত মোট ৩ লাখ ৫২ হাজার ৯০০ টাকা অর্থদণ্ডও আরোপ করেছে। নিষ্পত্তিকৃত মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, রাস্তা অবরোধসহ ট্র্যাফিক-সংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত...