ইসরাইল গত দুই বছরে মধ্যপ্রাচ্যজুড়ে যে একের পর এক যুদ্ধ চালিয়ে যাচ্ছে—তা যুক্তরাষ্ট্রের বিপুল আর্থিক সহায়তা ছাড়া সম্ভব হতো না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ‘কস্ট অব ওয়ার প্রজেক্ট’-এর নতুন দুই প্রতিবেদন। মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। প্রতিবেদন দুটিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরাইলকে ২১ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। এই সহায়তা না পেলে ইসরাইল গাজায় গণহত্যা চালানো, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করা কিংবা ইয়েমেনে বারবার বোমাবর্ষণ করা—কোনোটাই অব্যাহত রাখতে পারত না। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো ওমর এইচ রহমান আল জাজিরাকে বলেন, ‘গাজা ও অঞ্চলের অন্যান্য যুদ্ধ পরিচালনায় ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অপরিহার্য।’ গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজার ১৬০ জন...