বগুড়ায় একদিনের ব্যবধানে বাজারে কাঁচা শাক-সবজির দাম কিছুটা কমলেও তা নিম্নআয়ের মানুষের জন্য অনেক চড়া। মঙ্গলবার বাজারে আলুর দাম স্থির থাকলেও কাঁচামরিচ ২০০ টাকা কেজি। মাছ ও গোশতের দামও কমেনি। এতে খেটেখাওয়া মানুষ বিপাকে পড়েছেন। বাজার তদারকির কেউ না থাকায় অনেকে সবজি খাওয়া ছেড়েই দিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিনের বৃষ্টির কারণে আমদানি কমে যাওয়ায় কাঁচা শাক-সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া শহরের ফতেহআলী, রাজাবাজার, ফুলবাড়ি কলেজ বাজার, নামাজগড়, গোদারপাড়াসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার এসব বাজারে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছিল ২৪০ টাকা। মঙ্গলবার দাম কিছুটা কমে প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হয়। পেঁয়াজ প্রতি কেজি ৭০ টাকা, বেগুন ১২০ টাকা, মুলা ৫০ টাকা, পটল ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, করলা ৬০ টাকা, কদর ৫০ টাকা,...