রাজধানীর মিরপুরের পল্লবীর বাউনিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জনৈক মেহেদী হাসান বাদী হয়ে রবিবার এই মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৩৩। আদালত আগামী ৬ নভেম্বর মধ্যে সহকারী কমিশনার (ভূমি), মিরপুর সার্কেলকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। একইসাথে, আগামী ধার্য তারিখের মধ্যে নালিশী সম্পত্তিতে উভয় পক্ষকে কোনো ধরনের নির্মাণ, অপসারণ বা দখল না করার জন্য আদেশ জারি করেছেন। একই সঙ্গে আদেশ কার্যকর করার জন্য পল্লবী থানার ভারপ্রপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন, তার ধারাবাহিকতায় পল্লবী থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলী মঙ্গলবার উভয় পক্ষকে নোটিশ প্রদান করে।...