দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আবারও এক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে, যখন জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে। কখনো ‘কঠোর’ আন্দোলনের ডাক, কখনো নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত, আবার কখনো বিদেশি সমর্থনের প্রত্যাশা—এই তিনটি কৌশলকে ঘিরেই তাদের রাজনীতি ঘুরপাক খাচ্ছে। এর ফলে নেতাদের বক্তব্য বিভ্রান্তিকর হয়ে উঠছে এবং সাধারণ মানুষের আস্থা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে।এই প্রেক্ষাপটে আবৃত্তিকার ও সংস্কৃতিকর্মী রাকিব হাসানের একটি ফেসবুক পোস্ট বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি লিখেছেন, "যদি ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতো, বিএনপি সহজেই বিপুল ব্যবধানে জয় পেতো। মানুষ আন্দোলনের জন্য প্রস্তুত ছিল, কিন্তু বিএনপি নেতৃত্বের দ্বিধা ও দূরদৃষ্টির অভাবে সেই সম্ভাবনা বাস্তব রূপ নেয়নি। ফলে ইতিহাসের একাধিক মোড়ে দলটি নিজেকে আড়ালে সরিয়ে ফেলেছে।তাঁর এই অনুশোচনা নিছক আবেগ নয়, বরং বাস্তবতার নির্মম প্রতিফলন।রাকিব লিখেছেন...