এআই কখনো শারীরিক পরীক্ষা করতে পারে না। প্রয়োজনীয় ডায়াগনস্টিক টেস্ট করাতে পারে না। আপনার সম্পূর্ণ চিকিৎসা ইতিহাস জানে না। অযথা ভয় বা মানসিক চাপ তৈরি করতে পারে এবং চিকিৎসা পেতে দেরি করিয়ে দিতে পারে। ভুল তথ্য বা ভুল রোগনির্ণয়ের ঝুঁকি বাড়ায়।কাজেই বিশেষজ্ঞরা চিকিৎসকরা বলছেন, অন্তত ৬টি গুরুতর স্বাস্থ্য সমস্যায় এআইয়ের পরামর্শ না নেওয়াই ভালো।১. বুকের ব্যথাহঠাৎ বুকব্যথা শুরু হলে এক মুহূর্তও দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। এটি হৃদরোগ বা হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে শুধু ডাক্তারই দ্রুত সিদ্ধান্ত নিতে ও সঠিক চিকিৎসা দিতে পারেন—এআই নয়।২. স্ট্রোকের লক্ষণমাথা ঘোরা, মুখ বেঁকে যাওয়া, হাত বা পা দুর্বল হয়ে পড়া, জড়ানো কথা বলা বা হঠাৎ দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া—এসবই স্ট্রোকের ইঙ্গিত হতে পারে। চিকিৎসকদের মতে, ‘স্ট্রোকের চিকিৎসায় প্রতিটি সেকেন্ড...