মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক (ডিজি) ফাহিমা খাতুনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। এ অভিযোগের ভিত্তিতে তার কাছে সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন। তিনি জানান, তদন্তে দেখা গেছে, ফাহিমা খাতুন জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫০ লাখ ২ হাজার ৬০১ টাকা মূল্যের সম্পদের মালিক হয়েছেন এবং তা দখলে রেখেছেন। দুদকের মহাপরিচালক আরও বলেন, “তার নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে বলে...