খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের (এইচআরএফবি) ৭ সদস্যের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তারা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচআরএফবি’র প্রতিনিধিদল সম্প্রতি খাগড়াছড়ি জেলায় একজন মার্মা কিশোরীর গণধর্ষণের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতার, বিচার ও শাস্তির দাবিতে স্থানীয় তরুণ-তরুণীদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে বলপ্রয়োগ ও সংঘর্ষের ঘটনা এবং ওই ঘটনায় তিন জন আদিবাসী তরুণ নিহত এবং স্থানীয় আদিবাসী নাগরিকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় এইচআরএফবি-এর উদ্বেগের বিষয়টি উপদেষ্টাকে অবহিত করেন। প্রতিনিধিদল ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, অপরাধীদের জবাবদিহি এবং অতিরিক্ত বল প্রয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ...