কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত রোববার দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদের সম্মুখে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মো. মাঈদুল ইসলাম। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জাল হোসেন খাঁন দিলীপ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মো. ইসরাঈল মিয়া, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাসিব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম বলেন, কটিয়াদীতে...