মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। তবে কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানতে পারিনি।’ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে মদুনাঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার ব্যবহৃত গাড়িটি পড়ে থাকতে দেখা গেছে। হত্যার কারণ বা দুর্বৃত্তদের পরিচয় সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আবদুল হাকিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাউজানের কাপ্তাই সড়ক ও রাঙামাটি মহাসড়কে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার বিকালে রাউজান মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী...