০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পিএম শহীদ আবরার ফাহাদ হত্যা দিবস উপলক্ষে আধিপত্য প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সভাপতি, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও জাতীয় ঐক্য জোটের মুখপাত্র মোহাম্মদ মাসুদ হোসেনের সভাপতিত্বে ও আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব এরশাদুর রহমানের পরিচালনায় ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই, পানির আগ্রাসন ও সীমান্তে হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। আধিপত্যবাদী গোষ্ঠী ভারতের আঁশটে-পৃষ্ঠে লালিত-পালিত হওয়া সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা পানির অধিকার নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শহীদ আবরার ফাহাদকে ন্যাক্কারজনকভাবে পিটিয়ে হত্যা করে। এই হত্যার বিচার...