বিনিয়োগকারী, স্টক ব্রোকার, স্টক ডিলার ও ইস্যুয়ার কোম্পানির মধ্যে উদ্ভূত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য দুটি নতুন বিধিমালা অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৭ অক্টোবর) বিএসইসির ৯৭৬তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো: আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস ২০২৫ শীর্ষক বিধিমালা দুটি অনুমোদন দেওয়া হয়েছে। এই স্টক এক্সচেঞ্জে পাঠানো হবে এবং স্টক এক্সচেঞ্জ সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে তা কার্যকর করবে। বিনিয়োগকারীদের সঙ্গে স্টক ব্রোকার, স্টক ডিলার, ইস্যুয়ার কোম্পানিগুলোর মধ্যে...