বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদী তীরবর্তী এবং উপকূলীয় অঞ্চলের মানুষদের যাতায়াতের প্রধান মাধ্যম সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চ। বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, চাঁদপুর, লক্ষীপুরসহ দ্বীপ উপজেলা মনপুরা, হাতিয়ার বাসিন্দাদের আসা যাওয়ার প্রধান অবলম্বন এই রুট দিয়ে নদীপথে যাতায়াত করে। পদ্মাসেতু তৈরি হওয়ার পর বরিশাল বিভাগের জেলাগুলোর যাত্রী সংখ্যা কমে গেলেও বাকি দ্বীপ উপজেলা এবং জেলা গুলোর যাতায়াতের একমাত্র অবলম্বন লঞ্চ। বিশেষ করে, ভোলার জেলার ১৯ লক্ষ ৩২ হাজার, দ্বীপ উপজেলা হাতিয়ার প্রায় ৭ লক্ষ, মনপুরার ৯০ হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম নদীপথ। ঢাকা থেকে যাতায়াতের জন্য এই বিশাল পরিমাণ জনগোষ্ঠী সদরঘাট নির্ভর হলেও এখানকার কুলিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ যাত্রীরা। প্রতিদিনই কুলিদের ভোগান্তির শিকার হন যাত্রীরা। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, যাত্রীদের বহন করে নিয়ে যাওয়া মালামাল-বস্তা পাটির জন্য চওড়া মূল্য হাঁকাচ্ছে...