কুমিল্লার দেবীদ্বারে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে দেবীদ্বার ও চান্দিনা উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন, চান্দিনা পৌর এলাকার বেলাশর গ্রামের আবুল কালাম (৩০) এবং দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানারপাড় পশ্চিমপাড়ার আমির হোসেন রাজু (২৯)। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারদের কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালত তাদের হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, তিন মাস আগে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। আসামি রাজু পূর্বপরিচিত ছিলেন এবং এক সময় ভুক্তভোগীর স্বামীকে জামিনে সহায়তা করেছিলেন। পরে রাজু তাদের সানানগর এলাকায় আবুল বাশারের বাড়িতে ভাড়া বাসা নিতে সহায়তা করেন এবং নিয়মিত আসা-যাওয়া করতেন। গত ১ অক্টোবর রাতে স্বামী বাড়িতে না থাকার সুযোগে আবুল কালাম গৃহবধূকে...